"অগ্নি বুক"
আইসলেন্ড-- বুক হয়ে আছে আমার!
চার পাশে সাদা বরফের ভূমি বিসৃত...
মাঝ খানে আগ্নেয়গিরি-লাভা টগবগ!
লাল আগুন ছড়িয়ে পড়ছে বরফের উপর!
আমি আইসলেন্ড হয়ে স্থির হয়ে সহে যাই
আমার চার পাশে দল বেঁধে পর্যটক নিয়তির-
আমি কেন্দ্র--উপভোগ্য উপমান'
কেউ হুহু করে উঠে ভয়ে! কারো চোখ জুড়ায়,
কোন নদী বয়ে যায়, কোন সাগর বালু চর!
বরফের চার পাশে আমার বুক আগুন গুহা!