'নুপুর-পা-সাদা-কালো'
টাইটানিকের "রোজ"কে ছাড়িয়ে যাবার কল্পনা
ছিলে কিশোরী-যুবতী..
"রোজ" এর অপরুপে একটা মোহ ছিল
পৃথিবীর অন্য কিছুতে মেলাতে পারেনি
তুমি তার অধিক ছিলে শেষ অব্ধি।
কিন্তু না সব মিথ্যে হয়ে গেলো!
তোমার সাদা কালো এক পায়ে নুপুর পড়া...!
আমার সব ভাবনা হয়ে গেলো মাটি!
সৃষ্টির সব নিপুণ নৈপুণ্য শৈল্পিক কারুকার্য
সুশ্রী বাস্কার্য্য তোমার পায়ের কাছে তুচ্ছ হয়ে গেলো!
একটা নুপুর একটা পা একটা সাদা কালো পা
এত অপরুপ হয় কি করে? হতে পারে?
দূত-দেবতার কোন অংশ বিশেষ হবে সে 'নুপুর-পা'!