'নৈসর্গিক আমাদের জীবন'

তবু মানুষ বেঁচে থাকে বেঁচে থাকবার আনন্দে
সব বেদনা-কালি মুছে দিয়ে সাঁতরায় কুলপাবে
এটাই পৃথিবী ঐ নক্ষত্র রাজি ব্যোমন্ডা সুখ-দুখ
কত ঝড় বয়ে যায় তাই বলে এই গ্রহ থামে'কো?
সূর্যের কি এসে-যায় অন্ধকার নামে আঙিনায়
তবু প্রাণ উষ্ণতা ভরে কেটে গেলে ঘোর কুয়াশা
কত পাতা বৃক্ষ বিসর্জন দেয় চৈতী-বৈশাখে
বসন্ত হাওয়ায় ভরে উঠে ফল ফুলেল সৌরভে
সব নদী মরে যায় যায় সাগর জন্ম হয় প্রকৃতি
জীবন এমনি জীবন নৈসর্গিক ফুল পাতার খেলা
হাসবে কাঁদবে শুকিয়ে যাবে হেমন্তের শিশির
তবু চুপি বেঁচে থাকে অন্ধকার পুরাবার আগে
এই জীবন এমনি খসে যাওয়া নক্ষত্রের মতো
জ্বলে থাকা মহা আকাশের মতো সুখ শত শত।