"নিঃসুপ্ত"
........................…...........................
উপহৃত দিয়েছ-নিঃস্ব লোকোসংসার তোমরা
রিক্ত গগনে মুক্তই করেছ দায় দহন হতে
এত বেদন এত ক্রন্দন দিয়েছ জীবন বরই
দু হাত পেতে নিয়েছি সকলই গ্রহন করেছি

সকল সর্বই লুটেছ,করে গেছ নিঃসুপ্ত,
তবুও জহর ব্যঙ্গে করেছি,
এই শক্তিই থাকে যেন এমন,
না পুরায় সাহস,না দুঃখ কেতন।

কষ্ট বিহঙ্গ ডানা মেলে ঘুরবো তোমাদের এই চক্র
মায়া জালে,তবু এত ছলন এত এত  হনন,
পোড়া মুখ,না করতে পারবে একটু খানি মলিন।

যা নিয়েছ সব যা রেখেছ
অগ্নি-নিতে পারনি তো হাসি?
পারোনি নিতে কেরে প্রেম।

অনাব্ধ জুড়ে আমি পেতেছি সংসার নিঃস্বদাবানলে
তোমরা মুক্তই করেছ,দায়ের শিকল হতে,
দির্ঘঃশ্বাসে নিশি প্রগাঢ় কাটে তবু জোৎছনাও সঙ্গী,  
নক্ষত্রেরা পথ দেখায় অম্বর অসীমতায় এই
ভাঙা অন্তর প্রসস্থ ক্রমেই।
কত দেউলিয়া করবে বলো আমায়?