নিশাচর'
ইন্দ্রয় গুলো অন্ধকার যেন দিগুণ হয়,
ধেয়ে আসে কালো সব গহীন এ্যামাজন!
চোখের পৃথিবী ডুবতে থাকে জাগে বিষাদে নরক।
দিবাচর নুয়ে থাকে সাগরের দিগন্ত আকাশ।
খেলা করে যায় বুকে তরঙ্গ বিষের মত!
নিশাচরী জননীর দির্ঘশ্বাস হারায় জীবনের গন্তব্য!
রাত হলে ধীরে ধীরে এই শহর হয়ে সূন্য দ্বীপ!
হারায় আধুনিক সভ্যতা চলে যায় আদিম আফ্রিকা।
সব চেপে বসে ঘাড়ে, পিচাশের নখে হৃদপিণ্ড ছিঁড়ে।
বুকে বসে কালনিশি সারা যগত!
স্পষ্ট হয় চোখে মৃত আত্মার মিছিল
দু চোখ দু গ্রহ হয়ে ছড়ায় অগ্নি কুন্ডলী।