নির্ঘুম রাত

একটি রাত হাজার বছর, শেষ হতেই চায়না ,
কোন কালে ভোর হবে? কত কি শেষ হয় রাত শেষ হয়না,
তারা গুলো জ্বলতে জ্বলতে নিভে যায়,আবার জ্বলে
চাঁদ মেঘে লুকয় আবার ভাসে ভয়ংকর মহা সূন্যতা!
অন্ধকার-অন্ধকার,কতো গভীর !
এপাশ-ওপাশ  করে করে প্রহর গুনা
যেন কখনোই শেষ হবার নয় নির্ঘুম অন্ধকার ।