'নারী'
.......................................................
নারী মহামান্য'এর উর্ধ আরশে খোদার।
            নারী-নারী বলেই পৃথিবী অপরুপ অত্যদ্ভুত
নারী-সম্মানের-শ্রাদ্ধার-পুজো দেবার দেবী।
        পৃথিবী নারী মহাশক্তির নাম মহান দুর্গা-মাকালী
স্বর্গের রানী রমণী মা'ফাতেমা নয়নমণি
নারী বুক আমার জায়নামাজ মমতা আঁচল,
           নতজানু সেজদার উপমা মন্দির নারী পার্থনা,
স্নেহ আদর নারী রক্ত মাংসে এই যগত সবি।

নারীর হাসি কষ্ট ধুয়েমুছে যায় শ্রাবণ স্যাঁত'বুক,
         ফুলে পুষ্পে যে ঘ্রাণ তা নারী পবিত্র কপলঘাম।
যে চোখে স্বপ্ন আমি দেখি তা দেখায় নারীচোখ,
         জীবনে এত আনন্দ খুশি তা রমণী কেবল হাসি।
তৃণে শিশির নারীতে-যেন চোখছিড়ে রক্তআমি,
            মেঘলা গগন মনে নারী ধরা অন্ধকার আমি।

ভূ'উপড়ে দেয়া যে শক্তি মমো তা স্পর্শে রমণীর,
           অভয় এভারেস্ট জয়ো নারী সম্মান প্রেম-রূপে।
নারী আঁখীকাজলে পূর্নিমা আসে, চাঁদ হাসে,
         নয়নমণিতে কদমের রেণু যেন নর জীবন পালে।
শীতলতার কূল সৈকত অথৈ গভীর নারী প্রেম,

নারী যেন স্বর্গের সর্বচিত্র আল্পন ভিন্ন এ ভুবন,
          ভোরের আকাশের মত নির্মল নারী আঁখীতাঁরা।
মহিমান্বিত করে নারী জগৎ সকল মানব-প্রাণ।
            এক নারী গর্ভে জন্মায় শত কোটি মহান ফুল
নারীকে ঈশ্বর করেছে মহান দিয়েয়ে স্বসম্মান।
..........................................................