মরন প্রকৃতির মত

কেন করি মৃত্যু ভয়? মৃত্যুই শেষ নয়,
মৃত্যু আমাদের প্রকৃতির খেলা শুধু,
মৃত্যুই মানব অমর হয় চিরকাল মৃত্যু দেশে,
বেঁচে আছি কেবল ক্ষুদ্র আলো রেণুর মতো,
মহা শূন্যে যেমন ক্ষুদ্র -'না দেখা যায় এই ভূগ্রহ।
আমাদের জন্ম-জীবন ভোরের শিশির ,
এমনি ক্ষুদ্র মানব ক্ষুদ্র এই পৃথিবীখানি,
ধূলোর আবার ভয় কিসে উড়ে যেতে?
জীবন চক্রের খেলা মরন, মরনের ওপাড়ে
থাকে আরেক অন্তত জীবন,  শুধু স্বর্গের খেলা।
জীবনের সব ব্যাথা মৃত্যু দেবে মুছে ,
অগোছালো এই বিশ্বলোক মৃত্যুই দেয় গুছে।
শুধু  নির্মল হবো অভয় হবো মানুষের মত মানুষ
হবো যদি তবে,পবিত্র হবো এইটুকু জীবনে।
কোন মৃত্যু ভয় নেই মরনে পরও
আমরা হবো কেবল প্রকৃতি আষাঢ়ের
ভরা নব সলিল , কার্তিক আঘ্রাণের শেষনিশীনীহার
সৃষ্ট হবো ছাতিম-শিউলি-গাঁদা হয়ে ,
নাই হয়ে যাবো ঘ্রান ছড়িয়ে রেখে ,
এই আনন্দ মৃত্যু ভয় জয় হবে আমার ,
একদিন মৃত্যু নেয় মাকড়শা-পঁচা'খাচার গর্ভ থেকে
বেরিয়ে আসে সাবক পাল,
এই প্রকৃতিচক্র অভয়জায়গা সাহসী প্রেরণা।