'মৌমিতা'

মৌমিতারা অভিশাপ দিয়ে যায়,আমরা অভিশপ্ত হই
আমাদের কলংক হয় সমাজ, দেশ-কালচার-ভাষা,  
জাত-বর্ণ কংলকিত হয়, পারিনা শোধরাতে কিছুতে,
না পারি মানব সভ্যতার সংস্কার,-না পারি রুখে দেবার,
পরাশক্তি পারি পৃথিবী,হাতের মুঠোয় রাখতে প্রযুক্তি,
মৌমিতারা দির্ঘশ্বাস ছেড়ে,নরকের দুয়ার খুলে যায়!
এক একটা দানবের নিকৃষ্টতা, সর্বত্রে ছড়িয়ে পরেহায়!
জ্বলি ছারখার হয়ে যাই হীনোবলে নেতিয়ে মুখ লুকাই
উন্নত জীবনাচার সাজসজ্জা,পৌঁছে গেছি মহাশূন্যে
পৌঁছানো হয়না মনুষ্যে,লাখযুগ আদিপশুবাস সকল
জাগরত হয়না মানুষ মানুষে,খেলা চলে বিবর্তনের,
দায় বাড়ে হাহুতাশ করি, মৌমিতার নিরাপত্তা চাই।
মানব সভ্যতার মৌমিতারা,মুখ লুকায় বাচবার পথে
হায়নাদের বিষনখে মৌমিতা,সভ্যতার মুখোশ দেখে।
আমরা থেকে আছি সমাজ, পাপের গ্রহ-দাবদাহে,
উত্তাল হয়ে যায় রাজপথ, রাজ মহল-গণ মিছিলে,
অবরোধ হয় সমস্তরাত, মোমবাতি গলিয়ে প্রতিবাদ,
আগুনেরমশাল জ্বালিয়ে রাখি, হুংকারে বিচার দাবি।
পুরুষ শাসিত এই বিশ্ব সমাজে,নগর সংসার পল্লীতে,
মানুষ নয়-নারী ভোগপণ্য, নারীরা মানুষ হয় কি করে!?