ভালোবাসা আজ-কাল মুখের হয়েছে
প্রেম হয়েছে বলবারই
সব মানুষ মহা মানুষ তার প্রমান চলে
অবিরাম অন্তত দিক।
যেখানে আমি ভালোবাসার সুর তুলছি
সেখানে ক্ষুদার্ত পথিক
হেসে গলে গেছি পেছনে সোনার দিন
সেখানেও ছিল কান্না!
আজ যেখানে পতিতাকে মুখ সরাই হায়
গোপন রাজা একদিন।
ভালোবাসা হয়তা পুরানো হয়না প্রেম
ক্ষুদ্র নগন্যে ভোলে মন।