আজ থেকে   করি মোরা  সবাইকে  সম্মান,
চেতনার  বোধ হোক কারো হাসি নাহি ম্লান,
ডুবো তুমি কানা আমি চলে দম্ভ অহমিকা,
মোরা করি  মৃত নীজ  সত্তা হয়নি সভ্য শিখা,

বিশ্ব চলে ক্রমে উঠে জয় মহা ব্লাকহোল,
সমানের  গানে তরু  উঠে বট  মগডাল,
সম্মান  করে চাঁদ  সূর্য আলোয়  ধরা ভরা,
নর আমি  সৃষ্টি শুধু  তবু ঘৃণা  বিষফোড়া।

চলো ভুলো সব ফেলে ভালোবাসা তৃনে ফলে,
নীজ ধরা ছড়ায় বিভা বাঁচি নিশী ঢেকে ফেলে,
তুমি মহৎ  বীর বল  সূর্য জন   আমি মানি,
হৃদ বোধে   তবো নরে   মানুষের  হবো জানি।

নত হবো  সকলের  কাছে,ছোট  হবোনাতো,
মহাবিশ্ব    মহানরে    মহাসিন্ধু   কনা  হতে,
পাহাড়ের উঁচু নভঃ ধুলো কনা আছে শুধু,
এমনি মোরা ধুলো-জলে  হবে 'গিরি- সিন্ধু'।

কত রাঙে  সাঁজে অস্ত  বেলা সব মিলেখেলা,
আমাদের বুকে পালা ঘৃণা ছাড়ি করি খোলা
মাথায় মমো খেলা চলে নীজ বিনা নাই জনে,
খেটে মরে দিন দুঃখী তুমি  মিলো তার সনে।

এতেই হবে পাপ্য দান নারী-নরে বিশ্বলোকে,
তুমি হবে  মাহা কাব্য  আত্ম সুধা  দিবালোকে।

(২৯/০৮/২০২৪ ইং)
ঢাকা-বাংলাদেশ