ললাট
অরুণের ললাটে আমার বক্ষের
সব বেদনা বৈকাল রাঙে,
হিয়ার সব আকুতি অন্ধকারে
ডুবে গেছে ওপাড়ের বালু নদী।
জন্মসূত্রে পাওয়া এই দেহ,
'একেই নিয়ে আছি,দিব্যিই আছি'
দেহ, 'তার নিজের খেলা চলে,
শুধু ভেঙে যায় পৃথিবী, আরো কিছু
কত মায়ের স্বপন ফিকে বনে যায়,
চৌচির বাউন্ডুলের ছুঁড়ে মারা পাথরে
সচ্ছ স্থীর দিঘির সলিল!
পৃথিবীর যখন সতের বসন্ত,
অনুভব করেছি শিউলির,
তারপর সব বসন্ত বসন্তের মত গেছে,
আগুনের মত, 'কয়লা করেছে,
ঝড়ের মত,'বিনাশ করেছে কেবল,
ফাগুনের মত হয়ে আসেনি,
সতেরের মত কোন বসন্ত আসেনি!
এখন তো রোজ সুধাকরের দাহে...