' ল্যামপোস্ট'
ব্যাস্ত শহরে শান্ততমিস্র ল্যামপোস্ট আমি,
জ্বলছি, আর দাড়িয়ে থাকি।
আমার চার পাশে ঘনকুয়াশা,- জ্বলছি,দাড়িয়ে থাকি।
আমার উপর দিয়ে পার হতে থাকে
পৌষ-মাঘ,-দাড়িয়ে থাকি,-জ্বলি।
আমি ঘনবর্ষা,বৃষ্টি অবিরত ঝড়ে-
আমি জ্বলি,দাড়িয়েই থাকি।
মহা দশনম্বর বিপদ সংকেত ঘুর্নিঝর মাথার উপর
দিয়ে চলতেই থাকে,আমি দাড়িয়ে থাকি,-জ্বলি।
আমি পয়তাল্লিশ ডিগ্রিতে সারাদিন পুড়ি,
সূর্য ডুবলে আবার জ্বলি,- দাড়িয়ে থাকি।
আমি ল্যামপোস্ট, আমি জ্বলি পুর্নিমা রাতেও।
পথচারী আমাকে রোজ আঘাত করে বেঁকে যাই কিনা।
একদিন আমি বেঁকে যাই।
সমস্ত কিছু মরিচিকায় খেয়ে নাই হয়ে যাই।
আমি ল্যামপোস্ট, জ্বলি,একদিন এমনিতেই বেঁকে যাই।
১২/০৯/২০২৪ ইং