'কবিতার চরণে পিষ্ট হবে অসঙ্গতি'

এখন আর সেই কবিতার যুগ নাই
কবিতার চরণে পিষ্ট হবে অসঙ্গতি,
কাব্যের তেজস্ক্রিয়তার ভাষায় পালাবে
চক্রের দল,যারা গুটি কজন গিলে খায়
আঠারো কোটির মানচিত্র,
এখন আর নজরুল কে চর্চা হয়না-তাই
কবিতায় আগুন জ্বলেনা-রক্ত গরম হয়ে-
মৃত্যু নেশা তাড়ায়না।

মুজিব ভাষন শ্রবণ করবার সময় হয়না
কারো,তাই কৃষক-শ্রমিক দিনমজুর-ন্যায়িক
প্রাপ্য পায় না,
মাওলানা ভাসানীর অবদান ভেসে গেছে
বানতুপানে তাই আমাদের বুকে চলবে
রেল-গুলি-সীমান্ত বেদখল।

শামসুর রহমান এর 'স্বাধীনতা'
কবিতার মত আর কোন
কবিতা লেখা হবেনা তাই আমরা
ভুলতে বসেছি স্বাধীনতা মানে কি!?
এখন আর সেই নজরুল এর যুগ নেই-
কবির চণর ধুলো নেবে রাষ্ট্র প্রধান।

আমাদের কলম যোদ্ধা-কন্ঠ-বাদক-অভিনয়
সম্পাদকীয় যোদ্ধা,কোন যুদ্ধোই নেই,
তাই চলছে যেমন-তেমন দেশ-সমাজ
এখন আর সেই কবিতার যুগ নেই
পড়বে কে?বুঝবে কে?তা মানবে কে?
তাই কবিরা এখন প্রেমে-বিরহ-বিচ্ছেদ-
গল্প লেখে-কাল্পনিক উন্নয়নের স্বপ্ন লেখে।

লেখেনা এখন কবি'রা-পণ নিয়ে-
দুর্নীতি-ঘুশ-ভূমীদস্যু
ঋনখেলাপির নামে হাজার
কোটি লাপাত্তা
এগুলো নিয়ে লেখেনা কেউ,
কেন লিখবে?কে পড়বে?বুঝবে কে?
এখন আর সেই কবিতার যুগ নাই
কবিতার চরনে পিষ্ট হবে অসঙ্গতি।