পরাজয় মানুষ গিলে, অগ্নি সাগর জল।
মিনিট বছর শত,ফুরায় জীবন,যায়না দিন
উত্তাপ বুকের মানচিত্র পট, জ্বল-নেবা খেলা চলে
দেহ কামাড় লাল করে,ডুবায় নুন জলে

শুনবেনা বাণী, হীতাদের বুলি, হীম করবে শিরা।
নতুন যগৎ দেখে নিয়ো,আছে তায় তৃণ,শিশুর আখী
একা থেকে নক্ষত্রের মত,আলো দেখবে বিশ্বময়
পরাজয় লুকায় ভীরু, মানবহীন আমাবস্যায়
অন্ধকার শহর ছায়া বিহীন, নির্বাসন হোক চিরতরে
আঘাত নিরবে 'আয়ানাঘর' পরাজয় রুপ নেয়,

যখন অপরাজিত,গল্পে ফুটে মহা চিত্র-শিল্প,
খ্যাতির চমকে ধুমকেতু তুমি।
যুগ কাটে বিজলির স্ফূলিঙ্গে, রঙিন কিরণ সংসার স্বপন,
ছিলোনা বোধ হিতে।
প্রকৃতির বিরুপ দেখা মিলবে, হয়নি ভাবা জনমের তরে।
সময়ের মুক্তা মানিকে, পথ নির্মান হয়, হয়নি বুঝ তায়।
ঘুমে মুঘে গত হয়েছে ,সোনার এই জীবন।
স্বপ্নের দোসর হয়ে,মূল্যহীন হয়ে যায় প্রাণ,
গেছে হয়ে অপচয় এই, দেহ- আত্মা-হিয়া,
চোখ আলো দাহ করে,নয়ন পুড়ে লংকা লাল।
হেলায় করে বন্ধ,কষ্টে অর্জিত সাধন,স্বপ্ন প্রকল্প বেদী।
অপরাজিত ঘাতক এই, কাউকে দেয়নি রেহাই।

দুই ঘাতকের মিলবে দেখা, জনম জ্বালাবে মানব।
জয়-পরাজয় ভাববার সময়, ফুরিয়েছে দুই কূল,
জীবন তো নয় মরিচীকা, ধসূর মরুপথ তপ্ত নুড়ি।
মায় জাল ডুবিয়ে হারায়, গহন গভীরে ভূধর অম্বুরে।
এখন শুধু জিতবার পালা,পণ-প্রতিজ্ঞা ধরো বাজি,
মানুষতো সেদিই জিতেছে
যেদিন,কোটি শুক্রাণু পেছনে পেলে,
মাতৃগর্ভে স্থান করেছে

সেদিনও জিতেছে যখন, নবজাতে মায়ের মমতায়,
নব ধরার গন্ধ পায়, দেখে আকাশ-সবুজ,
এখনো জিতেই যায়,আছে সচ্ছল প্রকৃতি,
চারপাশ সোনায় মোড়ানো,দুর্দশা সোনারও মানুষ।
যাবো সেথায় বেদনার,আবাদী পান্তরে হেসে হেসে,
জিতা হবে সুখের বুক ছিঁড়ে,রক্ত স্রোত সইবো যখন,
জিতা হবে মণিমুক্তা প্রাসাদ প্রস্থানে,
বাবুইনীড়ে ঘুমের প্রশান্ত,সাগর উর্মী খেলবে যখন।
তখনো জিতা হবে, মিথ্যার শিকল গলে নিয়ে,
উল্লাস আনন্দে ফাটে যখন।

জয়-পরাজয় তরে, জন্মা না হোক তবে,
জেতবার সুধায় জন্মাক সকলে।
নির্ঘুমে নিশীত প্রশান্তি মিলে,জীবন মহিমার বিশারদে
পরাজয় হেনেছে আমায়, তাকে প্রাণাম মান্যজন,
জেতবার নব উৎফুল্লে। বেসামাল যৌবনা তটিনী ঢেও।

জয়ী হওয়া মানুষেরা, হারায় জীবনের কত কিছু,
উপেক্ষা গ্রহন জিতা হয়,শেখা-চেনা হয় কত!
স্রোতের সঁপেনে বীর, সৈকত করে জয়।
দাপনে সত্য হয় জেতা,সূর্যের আলোর শতত,
মেঘ কেটে হয় উদয়।
সৎ কর্ম মুক্ত করে, তায় এই সমীকরণ।
জিতা হয় সব হারেই, জেতার মুগ্ধতা থাকে-
হারিয়ে দিও দমে দমে, 'জয়-পরাজয়' চাইনা অভিশপ্ত,
সত্য-বিশ্বাস মনে নেবার,যদি ইচ্ছা হয় প্রবল।

(২০/০৮/২৪)