'জীবন কষ্টের জন্য নয়'

রামা তুমি আছ  দাড়ি হেলে দুলে  
জল আঁখি খুলে  ভোঁদা,
আমার ভুবনে    এসো  সব ছেড়ে  
নব প্রাণে হবে   সুধা,
দুখরে দেবোরে  কিলে তেড়ে সারা  
অশ্রু নদে পদ্ম   চাষ,
চঞ্চলে চলো   বল ধরে বলো  
তুই রাজা, নাহি    দাস।

পুজা করে তোর   ধরণীর ভোর  
গান সুর পাখী  রবি,
ফুলের সৌরভ  তাঁরা ভরা ব্যোম  
চার ধার নীজ  ছবি,
রাতের জোছনা  হীরা চাঁদ সোনা  
ডাকে তোকে নাম ধরি
আর নাহি ঘোর  খুলরে দুয়ার  
কর গান প্রাণ ভরী।

আমার বিছানা  শ্যামল সবুজে  
ভরা গন্ধ ফুলকলি,
রবি সকালের   দুপুর রোদ্দুর  
খেলা চলে  ঝিল'মিল,
জীবন বেদনা পুড়িয়ে দহনে
খাঠি সোনা হবে তবে,
নীলের পান্তরে মিলেমিশে রাঙা  
বিকেল সন্ধ্যা  পাবে,
বুকের ভেতর  আগুনের নদী  
চোখ  বীচি দুই নোনা,
গলে তালা বন্ধ খুলে এসো নাচো  
ভুলো সব পানাদেনা।।

জীবন গগন  অসীম দিগন্ত  
ডানা মেলো ইচ্ছে যত,
কোথা আছে ক্ষত তুমি ভাবো যত  
আসলে নেইতো ততো,
দিন রাত চাঁদ  আলো নিশী খেলা
আমরা এমনিই শস্য,
ফাগুনে আগুন  লাগেরে শিমুল  
বনে লালে যেন বিশ্ব,
হাবাগোবা তুমি   মন্ত্র বিশ্বাস  
এসবেরে মারো লাথী
মন্দিরে পুজারে  তোমার প্রণাম
জবে ফুল  মালতি।।

তোমারে ডাকছে  ভোরের পাখিরা
খাঁচা ভেঙে ভীতি চল,
ঘাসের চিতায়ে  ফুটেরে নতুনে  
বাহারি রঙিন  ফুল,
চৈতী কালে ফাটা  দিঘি খালে নালে
যৌবনের স্রোতজল।
জীবন তাঁরার  মেলা জ্বলে নেবে  
তবু অপরুপে খেলা,
হারানো দিনের  সব ব্যথা কথা  
পুষিয়ে নেবার বেলা।
এসো নিস্ব নর  এসো নারী সব  
এসো মানবের  জাত,
কোন পথ ভুলে কঁদো ব্যাথা কূলে  
মিলোসবে ধরো  হাত,
ফুরাবে বেদন পাবার কাঁদন  
কোথা কি এসোছ পেলে,
সাঁজে বেলা-রাত   জীবন সংসার  
নির্মান করো  ডেলে।

২৮/০৮/২৪ ইং
ঢাকা বাংলাদেশ