"হাস্যরস"
তোমার প্রত্যেক ঐ কুরুচিপূর্ণ আচরণ
এক একটা গল্প তৈরি হয়,
তৈরি হয়--তুমিকি মানুষে আছ?
নাকি তুমি ওটাকেই মানুষ বলো?
যা তুমি পিপীলিকার মতো উড়ো!
তারপর তুমি আবাস্থলে ছড়িয়ে থাকো
কেবল ডানা ছেঁড়া শুকনো পাতার মতো!
খুব বেশি খামখেয়ালি হয়ে আছ
ভেতরটায় তুমি তোমাতে!
এটাকে তুমি খুব সেলিব্রেট করো?
এই সেলিব্রেশন--
একটা হাস্যরসের কিতাব রচিত হয়!
তুমি হয় তো জানোনা'
মাছরাঙার মতো বসে থাকে গল্পকার একটা
চরিত্র তুলে আনতে,
সারারাত-বেলা-দিন-বিকেল
তুমি সেই চরিত্র হাস্যরসের উপনীত হয়ে থাকো!
তুমি হয়তো বুঝনা, একটা "শব্দ"র জন্য
দরকার, খুব দরকার ঐ তোমার ভেতর পশুত্ব!
বা কোন গল্পের জন্য
কুরুচিপূর্ণ ক্যারেক্টার অতি আবশ্যক --
এমনি হয়ে থাকো তুমি অন্তত গল্পকারের জন্য!