গণতন্ত্র ফিরে পেলো গণমানুষ

এক দপা-বৈষম্য কোটা সংস্কার
শুনতে হলো- 'রাজাকার- জঙ্গি- সন্ত্রাস'
--স্বাধীনতা পরিপন্থী যত বাক্য বর্ষন
ছাত্র নাগরিক খেলো গুলি-দিলো রক্ত
তারপর নয় দপা ফের এক দপা
'এক দপা' সকল দপাই শেষ করে দিলো

স্বাধীনতার স্বাদ পেলো গণ মানুষ চব্বিশে
নতুন এক ঐতিহাসিক বিজয়ই যেন স্বচোখে
দেখলো এই প্রজন্ম
স্বৈরাচার এত বলয় তৈরি করতে পারেনি
কোন ইতিহাসেই-'জনতা রাস্তায় এলে টিকে
থাকতে পারে'-
নির্বাসন নিতে বাধ্য হলে-এত কিছু থাকতে এত সব রেখে

এত লজ্জাজনক পতন!-অন্ধরা তা দেখছে
বধিররা শুনছে, মুচকি হাসছে রাজবন্দিরা
হাসছে কারাদেয়ালের গতরে ঝুলে থাকা মৃত আত্মারা
লজ্জা-ঘৃনা,কি অর্জন হাতে নিয়ে গেলে

শিশুর মুখের চঞ্চলতায় আমি দেখছি আজ গণতন্ত্রের
বিজয়!কি উল্লাস -যেন আদমের ভাস্কার্যে প্রাণ
দান করে জাগিয়ে তুলেন ঈশ্বর স্বর্গে

মুখোশ উন্মোচন হলোই হলো-কি শাসন চলছিলো
কত মাত্রার বেদনার চাপ নিয়ে মা সন্তান প্রসব করেন
এর থেকে ছাড়িয়ে গেছে কষ্ট আঠারো কোটি মানুষের
নিদারুণ আর্তনাদে
বুকে কেমন যন্ত্রণার উত্তাপে মানুষ বিষের বরি খায়
এর থেকে হাজার গুন বুকে উত্তাপ নিয়ে প্রতিক্ষার
প্রহর গুনছিলো কখন এর প্রস্থান হয়

বিধবার দির্ঘশ্বাসে বাতাস বিষাক্ত হয়ে দ্বিক পালটিয়ে
খুলে দিয়ে যেত অভিশপ্তের নরকের দরজা
ভারি হত বুক,দম আঁটকে এঁটে থাকতো গলে
থেমে যেত ভরা নদীর স্রোত জমা হত কষ্ট সঁপেন
অতপর! -উমুক্ত হলো-প্রস্থান হলে
রিফুজির পদবী কপলে নিয়ে- নিজেকেই রিফুজি করেছ দেখলো দেশ-দেখলো বিশ্ব