'একটি নক্ষত্র'
ফিকে হওয়া সন্ধ্যায় জন্ম নিয়ে
ভোর এর আলো না আসতে মৃত্যু,
কোন দিন বিকেল দেখেনি- আকাশ
সকালের মিষ্টি আলো গায়ে মাখেনি
প্রতি দিন আর প্রতি জনম জনম-
একটু-দিনের সূর্য দেখবে-তাও না,
ফেটে যায় আকাশ এক রাতে--
নক্ষত্র-ধুমকেতুর রেণু হয়ে ব্লাকহোলে-হারিয় যায়।
তার পর আকাশ চিরকাল শূন্যতায়,
না জ্বলে-নেবে, না মেঘ, না জোছনা।
নৈসর্গিক আমাদের এই ভূ গিরির প্রকৃতিতে-
একদিন বাসা বাঁধে জোনাকিপোকা,
কাঁদে-'ঝিঝি পোকা হয়ে, আর এমনি
ফেটে যায় বুক,খসে ডানা-ভারে পাহাড় ধ্বসে।
ফিকে হয়ে যায় এই পৃথিবীর
সমস্ত ঘাস-নদী,-নেমে আসা চাঁদ বালুচরে ডুবে।
একদিন অভিমানে সূর্য লুকায় তারপর
পৃথিবীর নাম দেয়- কুয়াশা',
কোন দিন নেমে আসেনি এই ভাদ্রের রাতে
এই ধানের বিদায়ী জলে,
চিরতরে হারিয়ে গেছে অন্ধকার ব্লাকহোলে
আষাঢ়ের কদম রেণু হয়ে।