একদিন হয়ে এসো'

আর এক বার একদিন হয়ে এসো ধুমকেতুর মত,
সব ভুল-ভুলে গিয়ে একবার ভোরের সোনালী রোদ্দুর
হয়ে শিশিরে সহবাস হয়ে এসো, আর কোন দিন তোমায়
ফেলে দেবনা ঘ্রানহীন ফুল ভেবে,

বাড়াবাড়ি করে অবহেলার তীর ছোড়’বোনাকো বুকে
আর একবার একদিন হয়ে এসো আগুন,
আমি আগুনেই সেদিন খুঁজে নেবো ফাগুন ,
হয়ে এসো বাতাস,কাল বৈশাখী ঝড়োবাতাস,
আমি যদি খড়কুটো র মত উড়ি, তবুও একদিন এসো,
কোন এক বৃষ্টির দিনে এসো আষাঢ় হয়ে এসো,টিনের চালার
শব্দ হয়ে এসো বৃষ্টি বর্শার মত এসো, বর্শার সমস্ত বিষ মেখে নেবো দেহে,
তবু একদিন এসো। তুমি খুব অন্ধকারে এসো চুপচাপ
শান্ত বাতাসে এসো,

আমি শ্মশানের বট হয়ে দাঁড়িয়ে থাকবো, তুমি আমার মগ ডালে নেমো,
এক দিন এসো, সব মৃত আত্মাকে সেদিন ছুটি দেবো,
তোমার জন্য সারা জংগল খালি রাখবো শুধু একদিন এসো।

আমি দাঁড়িয়ে থাকবো বারান্দায় যুগ যুগ...!  
আমার চুলে বাসা বাঁধবে চড়ুই,মাকড়সা র জালে পৃথিবী
জড়িয়ে যাবে, বাড়িয়েই থাকবো একদিন। তুমি একদিন এসো
এভাবেই এসো, যেমন এলে আর যেতে দেনা কোন দিন  
এক সাথে যাবো। তুমি পৌষের শেষে এসো, না হয় মাঘের শুরুতে,
বাতাস যেমন তার ইচ্ছে মত আসে তুমিও তেমন এসো ,
তবুও তুমি এসো একদিন সেরেস্তা মত হয়ে এসো।

আর কোন দিন তোমাকে ছেড়া পাপড়ি ভেবে পেলে দেবোনা,
তুমি কাঁটা হয়ে এসো না হয়,-এসো,
আমি গোলাপ ভেবেই তোমাকে খোপায় রেখে দেবো।

আমি সৈকতে দাঁড়িয়ে থাকবো সাগরের কান্না হয়ে,
তুমি বেসামাল পরিস্থিতি সাইক্লোন হয়ে এসো।
আগুন হয়েই এসো একদিন,
ভরা গাঙ্গে ডুবদিয়ে সাঁতার দেবো সকাল সন্ধ্যা,
তুমি এসো হে আমার প্রাণ আর একদিন এসো ,
দূর রাখালের বাঁশির সুর হয়ে পূবালী বাতাসে ভেসে
ভেসে এসো আমার হৃদয়ের মন্দিরে এসো।