এই শহর জানে
এই শহর জানে আমি কতটা ক্লান্ত, খুঁজে দেখো দালানের
প্রতিটি দেয়ালে আমার রক্তাক্ত হাতের ছাপ,
শ্রান্ত গতরের মেরুদন্ডের অবয়ব কংকাল।
পায়ের গোড়ালির ফেটে লস্য পিজঢালা কালো রাস্তায়,
কংক্রিটের এই শহর জানে আমি কত লাখ পাউন্ড
বেদনা বুকে নিয়ে হেটেছি অনিদ্রায় অনাহারে,
ঐ আকাশ জানে আমার নির্মম অসৃক চোখের চাওনি
সব জেনেও আমি কতটা নির্বোধ ছিলাম
আমার দারিদ্র্য ছিলো ঘাতক হানাদার।
আমি সূর্যের আলো ধার করে পথ চলা পথিক
আমি বাবুই পাখির জীবন দেখে
নিজেকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে বাঁচতে চেয়েছি কেবল
জানিনা বেঁচে আছি কিনা আমি!
পরগাছা বট'কে যেমন প্যাচিয়ে বাঁচে,
আমিও ঠোঁট কামড়ে নিজেকে বাঁচাতে চেয়েছি
মানুষের মত বাঁচতে চেয়েছি।
আমি কনকনে শীতে খালি গতরে দির্ঘ পথের
পরিক্ষউত্তীর্ণ,সে খবর ঐ পৌষ-মাঘ জানে,
আমার নিরব চোখের জল মিশে আছে
কার্তিক রাতের শেষ প্রহরের ধানেরশীষে।
আমার বুকের দাহ নিয়ে সূর্য জ্বলবার বড়াই করে,
আগ্নেয়গিরি প্রবাহমান সাগর জানে তা।