'সেই জোৎছনা রাত'

একদিন তুমি জোছনার রশ্মি মেখে-
বসেছিলে পাশে আমার কায়া ঘেঁসে,
যেন পৃথিবী আর চাঁদ আমার পাশেই বসলো!
বিবর্তন হয়ে গেছে সেই অনুভুতি বিবর্ন ভালোলাগা!
সেই কি ছিল প্রেম? নাকি অন্য কিছু?
তোমার শরীরের পবিত্র গন্ধ মাতাল করছিল-
যানিনা সেটা কি ছিল! প্রেম নাকি অন্য কিছু?
আমাদের জন্য সে রাত আমাদের হয়ে গেলো-
আকাশের চাঁদ-জোনাকী আমাদের হয়ে গেলো,
মিশে গেলো তোমার আখীর সরলতার যমুনায়,
পৃথিবী আমাদের হয়ে গেলো-
যানিনা এটা কি ছিল-প্রেম?
সমস্ত নীরবতা আমাদের প্রাণান দিলো,
পাখিদের কন্ঠে শুনছিলাম গান শুধু আর
কোন কোলাহল ছিলো না।
রুপালি আলোতে চিক চিক করছিলো
তোমার লম্বা চিকুর..
চিকুর ঘ্রাণ বিমোহিত করছিল আমায়-
যানি না তা কি ছিল ভালোবাসা না কি অন্য কিছু?
ঐ পল্লী ঔ নিশি সেদিন সেই যগত আমাদের জন্য
হয়ে গিয়েছিল-হয়ে যেতে পারতাম
আমরাও নিজদের মত, সে নিশীথে
আমরাই বিরল রাত্রিপক্ষী ছিলাম..!
আমরা আমাদের হতে পেরেছিলাম কি তখন?
তবু আমরা কাটিয়ছি মনে রাখবার মত সেই
ঐতিহাসিক রজনী, জানিনা তা কি প্রেম ছিল
না কি প্রেম থেকেও অন্য কিছু...?