ধসূরের রাণী

ভালোবাসা আকাশের মত কখনো শেষ হয়না,
তোমার কাছে ভালোবাসা কাচের বাসন?
ভালোবাসা  তোমার টুকরো বরফ পাথর-
ভোরের কীরনেই তুমি মিশে যাও মাঠির সাথে,
তুমি বরফের নুড়ি হয়ে সূর্যকে ভালো বাসতে এসোনা
তুমি একটা পর্বতশিলা হয়ও। তুমি সাগরকে ভালোবেসোনা
একটা কুয়ো হয়ে, নদী হও তুমি,তবেই সাগরের মিলন পাবে,
তুমি অগ্নি হয়ে কি করে ঘাসকে ভালোবাসবে?
সব জ্বলে ছাই হয়ে যাবে,তুমি ভালোবাসতে যেওনা
তটিনী সৈকতকে, স্রোতের ডিঙ্গি, না ভাসিয়ে ,

তুমি মেঘ হয়ে কি করে ঢাকবে শুভ্র শূন্যেকে? সমীরণে তুমি উড়ে
যাববে তুলোর মতো,ফুলের ঘ্রাণেন্দ্রিয় গৌরব করোনা ,দু এক দিনে
গলে যায় পাপড়িগুচ্ছ। ভালোবাসায় কি করে অসমতা থাকে?
আমিত্ব করে ভালোবাসা বলেনা তাকে, ভরা গঙ্গা একদিন
সরু নাল হয়ে যায়। দু'কুলে জন্মেয় আগাছা বালুচরে খেলে
খরে খরারুদ্র , সব জল শেষ হয়ে,মরু-সমুদ্র।  

যে খাল চৈত্রে ফাটে তার নাভি সে এক দিন ভরা গাঙে সাজে
যে গাছ উপড়ে দিছ কোন দিন -সে বনে
লেগেছে আগুন কৃষ্ণচূরায়!
কলমির ডগা ভেবে দিছে ভাসায়ে-
ফুলে ফুলে ভরে গেছে পান্তর-মৌমাছির চুম্বন।
ভালোবাসা মেপে কি হয় না পার্বতী!
অর্জুনঅল্লীরাণী তুমি তো নও তবু দূর্গা সাজো!
হাজার বছর পাথর ডুবে না পারে দিতে জল মৃত্যু