দায়ের উর্দ্ধে বিরাজমান আমরা
..........................................................
আমরা রয়ে গেছি সে রকম যেমন থাকলে
আমাদের উপর কালো মেঘ ভর করেনা
বিজলী বিদ্যুৎ শরীরের রক্ত
                       জমাট করে নীল হবেনা।

এমনি নিরাপদ আমরা, আমাদের সবই আছে-
কেবল কথা বলতে পারিনা,
                                 তাই এখন পাঁচশ
          টাকায় বাজার হয়না ব্যাগ ভরে।

আমাদের চোখের জল কেবল চার দেয়ালই বুঝে,
আমাদের মঙ্গল বরং এটাই-ঘরের বাহিরে সবার
                 সাথে হাসবো-খেলবো
চায়ের দোকানে গল্পে
সিগেরেটের সাদা ধোঁয়ায় মাতবো এতে কোন
ভয় নাই,
বাচ্চারা স্কুলে না যাক-টিপিনের বায়নায়
             স্কুলের মাসিক বেতনের জন্য
               পরিক্ষা-প্রবেশ পত্র না দিক।

বেঞ্চের উপর দাড় করিয়ে রাখুক স্যার,কলম কাগজ  
নাই,লিখা জমা নাদেবার  অপরাধে,  
স্কুল ছুটির পর প্রতিদিন একই কথা বলুক-বাবা!
আমার কিছু লাগবে?
লাইব্রেরীর দিখে চোখ রেখে
                    বলুক'গা!এতো কিছু শুনতে নেই।

কারন,আমরা রয়ে গেছি সেরকম যেমন থাকলে
আমরা আদর্শ নাগরিক
আমাদের সব বন্ধ হয়ে যাক-তবুও আমরা পা ছাঁটা
             নম নম মস্তক নত করা কৃতজ্ঞ নাগরিক।

আমাদের মুক্ত থাকতে হবে পাখির দলের মত
.  নিজের খাদ্য নিজে খুঁজে গ্রহন করতে হবে
                খাবার না জুটলে মরলে মরবো,
নীড়ে থাকা ছানারা মা'পাখি মরলে মরুক
কারন,আমরা রয়ে গেছি সে রকম যেমন থাকলে
কারো কোন দায় থাকেনা।

.