'দায়ে গহনে'

দায়ের গহনে ডুবে দায় বাডেই চলছে,
সত্যকে সুলেচড়িয়ে মিথ্যার পালে ভর করে,
উত্তাল সৈকত পাড়ি দেয়ার নাবিক সাঁজে -ফেরেস্তা
যেন একফালি মেঘ দিয়ে ঢেকে দেয়া দেড়শ কোটি  ডিগ্রি সেলসিয়াস দাহ ঐ সূর্য ।

পয়ত্রিশ থেকে পয়তাল্লিশে এলে মানব সভ্যতা
দিশা হারা হয়ে হিমমেরুর পেঙ্গুইনদের কাছে রিফুজির সনদ চায়।

পয়ত্রিশ বা পয়তাল্লিশে এসেছে কেবল,
পয়তাল্লিশ অতিক্রম শুরু হতে ঘন্টা ভাজবে
সব খেলা সমাপ্ত হয়ে ইতিহাস হবে।
তারপর স্রেতে কচুরিপানা হয়ে ভেসে গেলো
প্রাসাদ হয়ে গেলো ধূলিসাৎ

সনদের মেয়াদ নিয়ে জল্লাদের দপ্তরে আকুতি
খড়কুটোর মত স্রোতের বাঁধে এঁটে থাকা জীবন
রক্তের গন্ধে পেঠ ফুলে পুঁজ
রোজ রাত এক একটা মৃত আত্মার উপস্থিত
যেন মালাকালমউত এর মৃত্যু ভয়
তবুও দায় বেড়েই চলতে থাকবে এজনম সেজনম