চব্বিশের বান

বন্যা আমাদের  কেড়ে নিলো সব
সোনার ফসল  ফল,
চারপাশে বান হয়েছে সাগর
কবর হয়েছে  জল।

ছুটছে নরনারী  পশু পাখী প্রাণী
আশ্রয় মিলবে  কোথা?
জলে-বৃষ্টি ভেজা কাপছে শরীর
মরন এসেছে  হেথা

দয়া করো প্রভু  তুমি ছাড়া নাই
বাঁচাতে মোদের  সব,
কাঁদে তরুলতা পাষান পাথর
পৃথিবী ভাসছে  রব।

কূলের দেখায়  আশা নিয়ে আছি
সবই দেখি ঢেও  খেলা,
গগনের রণ  সঙ্গীত বাজেরে নাহি
থামে বৃষ্টি মেলা।

উথলে ভাড়ছে  ভেসামাল পানি
আ' মরা জীবন  ভুলি
চোখের সামনে  সলিল অর্নব
উর্মীশাড়ী লাশে  হোলি।
...................................
ঢাকা বাড্ডা
২৭/০৮/২০২৪ ইং