বুকের পাঁজরে'


সমুদ্র ডুবে গেছে মরুভূমির বালিতে,
যেখানে মহা প্রাণীর আবাস্থল ছিল
আজ সেখানে খেলা করে অগ্নি দাহ।
সূর্য রাজত্ব করে মহাশূন্যে এই গ্রহে।
তুমি দেখেছ দুখীনিরাও হাসে-হাসে।
এত প্রসস্থ আকাশবুক সেও ফাটে,
ছিঁড়ে যায় গিরির কব্জি পাথর নাভী,
হিমালয়ের মহা পৃথিবী হারায় জলে,
তবুও বুকের পাঁজরে বাঁচি আশা নিয়ে
আবার আসবে তুমি মানুষ হয়ে একদিন
ফাগুন আসবে একটু ঘ্রাণ নিয়ে-নিয়ে
মানুষের মত হাসবে কাঁদবে মানবিক
পাহাড়ের অশ্রু স্রোতে সবুজ ডুবে যায়
সবুজের চিৎকার শুনবে তুমি মানুষ।