আমার বিলাস --তোমাকে একটু দেখবো
বলে এত অপেক্ষা যতটা অপেক্ষায়
থাকলে মানুষ আর মানুষে থাকেনা
মত্ত-খেপা-বাবরি চুলে বা ন্যাড়া মাথায়
সংসার জগতের ওপিঠ হয়ে যায়-শুধু একটু
তোমাকে দেখবো--এটাই আমার বিলাসী জীবন

আমার বিলাস - তোমার জন্য রাত জাগবো,
ঘুমকে সম্মোহন করে ঘুরাবো আমার চার পাশে,
পাঠাবো নক্ষত্রের দেশে, জ্বলবে, নিবে যাবে,
খসে যাবে, ডুববে, আবার উদয় হবে-
সঙ্গী হারা পথ ভুলা রাতের পাখিদের নিয়ে
উঠান বৈঠকে জমাবো মেলা-- এটাই আমার স্বপবিলাস

আমার বিলাস - তোমাকে নিয়ে একটুখানি স্বপ্ন-
একখানা রাত 'যেমনতেম রাত' একটুখানি গল্প,
একটু হাসি আলতো,একটু আড়ে দেখা দুজনাতে,
একটু কাটো চিমটি ধরে হাতের তর্জনীটি,
একটু হেটে হেটে চেনা অচেনা পথে পথে হারাবো
গহীন নিশিথের শহরে- এটাই আমার বিলাস জীবন

আমার বিলাস-তুমি চোখ রাঙাবে-আমার উম্মাদনায়
--খানিক বকে বকে গালে চড় দিয়ে তাকিয়ে থাকবে
কয়েদির মত! তার পর মাথায় হাত বুলিয়ে তুমি
কাদবে-- বলবে - আমাদের জন্য অন্য এক জনম থেকে
আছে, তখন না হয় আমি তোমায় বুঝবো খুব করে,
আষাঢ় উত্তাল ভরা গঙ্গা হবো, ডুব দিয়ো ইচ্ছে যত-এমনি আমার বিলাসতা

আমার বিলাস -- তুমি আমায় দুএক বেলা খেতে দিয়ো,
ভাতের সাথে পাঠ শাক-মলা মাছের চচ্চড়ি দিয়ো,
তোমার হাতে উঠিয়ে দিয়ো জোর করে এক চামচ
ভাত বেশি থালে, এক গ্লাস পানি হাতে করে দাঁড়িয়ে থেকো, বিদ্যুৎ গেলে বাতাস করতে হাত পাখাটা
কাছে রেখো, খাবার শেষে হাত মোচার তাওয়ালেটা এগিয়ে দিয়ো---এইটুকুই আমার কেবল বিলাসিতা

আমার বিলাস ----মাঝে মাঝে একটা করে-অল্প কথায়
ম্যাসেজ দিয়ো, কেমন আছি জানতে চেয়ো,
কেমন বাঁচি বুঝতে চেয়ো, কেমন ঘুমাই জিগ্যেস করো,
বুকে কেমন কষ্ট বাজে শুনতে চেয়ো, নয়ন জলের
রঙ কেমন তা জানতে চেয়ো, আমি কোথায় বাস করি
তোমার মাঝে একটু খানি লিখে দিয়ো -অল্প কথায় ম্যাসেজ দিয়ো -- এটাই আমার বিলাস জীবন