'বাংলাদেশ সেনাবাহিনী'

তুমি আকাশ হয়ে ঘুরনি প্রলয়
অনিল সামাল দাও
উত্তাল সৈকত হয়ে দাবানল ডুবাও
মৃত্যু হাতে নিয়ে তুমি জল্লাদকে
বাহুকম্পন রক্ত চোখে নিজের
নির্ভীক নিঃশঙ্ক তীব্র দাহে দাহ
লোভ্য প্রলোভনে বীরত্ব হারায়না দ্বিক
আমিত্বের কুচকাচ বাজেনা প্রতীকবীর
অপশাসন নৈরাজ্যকে হটাও
তুমি অপ্রতিরোধ্য অতন্দ্র প্রহরী
তুমি শৃংখলে অনন্য প্রতীক
সমরে রণে সর্বক্ষণে অভয়
চলো জয়ী লক্ষ দীপ্তি-তৃপ্তি শত্রু খতম
তুমি দেশের তরে দেশের জয়ে
মৃত্যু হাসো যেন স্বর্গ পেয়ে
শান্ত-শান্তি তুমি একবদ্ধতা তুমি
মানবিক তুমি দেশ প্রেমিক তুমি
তুমি গৌরব তুমি সতন্ত্র
তুমি নিজেই মহা শক্তি প্রলয়
তুমি আস্থার সমর-যম শত্রুর
আতংক গল্প কাহিনি
বাংলাদেশ সেনাবাহিনী

'