'বাঁচবার মত বাঁচো'

নিজের জন্য না হলে,দু'এক জনের জন্য বাঁচো,
আমাদের জন্য বাঁচো, বাঁচবার মত করে বাঁচো
দুর্বলের জন্য বাঁচো,সমাজ-প্রকৃতি-বৃষ্টি
আরো কত কি, এগুলোর জন্য তুমি বাঁচো,
তুমি বেঁচেই আছো,একটু বাঁচবার মতবাঁচো।

অন্তত রক্তজবা গাঁদাফুল এর জন্য বাঁচো।
পাখিদের জন্য বাঁচো, তবুও তুমি বাঁচো।
কেবল নিজের জন্য বাঁচতে হয় কে বলেছে!?
দু'একজনের জন্যও বেঁচে থাকা যায়।

এক পলাশ বৃষ্টির জন্য-পথশিশুর জন্য বাঁচো,
একটি চারাগাছ ড়োপনে অপেক্ষায় বাঁচো,
জল দেবার অপেক্ষায় বাঁচো।
তোমার ঘোর কাটবে-মেঘ অস্থায়ী,
বাঁচো আহত পাখির জন্য-সজীব হবেই প্রাণ।

তুমি বাঁচো -ফের বসন্ত দেখবার আশে,
বেলী-জুঁই গন্ধরাজ ঘ্রাণ ছড়াবেই।
সন্তান হারা মায়ের জন্য,ভাই হারা বোনের জন্য
অভুক্ত হিংস্র পশুর জন্য হলেও বাঁচো।

শুধু বাঁচো,নিজে জন্য বাঁচতে হয় কে বলেছে?
প্রকৃতির জন্য-ঘাসের জন্য বাঁচো,শুধু বাঁচো
বাঁচবার মত বাঁচো,মানুষের মতই বাঁচো,
মানুষ হয়েই বাঁচো,মহামানবের মত বাঁচো,
বেঁচে থাকলেই মাহামানবের মত বাঁচা হবে।
....................................................