আমরা এক অন্য মানুষ
চিরকালই মানুষ,মানুষের মত মানুষ হয়,আমরা এক অন্য মানুষ,
যেন অন্য সভ্যতায় ভিন গ্রহের ভিন্ন প্রাণী, কত হাজার
কোটি যুগ পর আমাদের চিন্তা বিকশিত হবে!?
আমাদের আচরণ-ভাষা-কথাশ্রী।
আজন্ম ই আমাদের সম্পর্ক এই গড়ে, ভাঙে আর ভাঙে,
শিক্ষার এক চরম চূড়ায় থেকেও ঘোর অন্ধকার গহ্বরে বাস,
আমাদের কোন কালে কোন মহা কালে এই অমঙ্গল দূরবর্তী হবে?
চিরকাল মানুষ-মানুষ হয়,আমরা এক মানুষ,
আমাদের মাথা আছে,ব্যথা নেই, চক্ষু আছে, দৃষ্টি নেই,
ক্ষুদা আছে লজ্জা নেই।অহমিকা -অন্ধত্ব, আঁচ-বুঝিনি ,
হিংস্র সিংহ হরিণী পশুশাবক নিরাপদ,
আমরা মানুষ, কে কত বড় ইবলিশ এই গর্ব মহাড়া চলে।