"আমিও হঠাৎই চন্দ্রলোকে যাবো"
...................................................
আহ!      এইতো আমাদের জীবন
সব শেষ হয়ে যায় এক নিমেশেই
     প্রাণ উড়েই যায় চন্দ্রলোকে
মায়াবী এই চোখ থেকে যায় লোকদৃষ্টিতে
সকল হিতাকাঙ্ক্ষী-প্রিয়তম স্ত্রী হৃদকুঠিরে-
কলিজার-অবিচ্ছেদ্য ধারা'য়-মুকুট রতন মা-বাবা
     এই নয়নে ভেসে থাকবে ঔ চক্ষুযোড়া

এই হাত-শক্ত লৌহ কর্মন্ন বিরামহীন আঙুলী গুলি
     মমতায় বুকে জড়িয়ে-স্নেহ-প্রেম-শান্তনা,
বাজারের ব্যাগে করে আর আসবেনা-মাছ-মাংস
                 সব্জি-প্রয়জোনীয় সব"
প্রতিক্ষার প্রহর শেষ হয়ে গততে উড়ে গেছে
               সব বায়না-সব আর্জী

এই পণ্যশালা থেকে যাবে-অন্য মহাজন বসবে একই
চেয়ারে-বিপণীতে সারি সারি থাকবে তেমনি সকল
  পণ্য বাহার,আজান হয়ে যাবে-নামজ শেষ হবে
           অন্তর্গত হবেনা সালাতের কাতারে
ভালোবাসার সারথি হয়ে রুখবেনা অন্যায়ের আখী
            লালে,--- এইতো আমাদের জীবন
                      চেনা ঘরে-ফেরবেনা
  প্রিয় শার্ট-লঙ্গী-প্যান্ট-জুতো থাকবে ধুলো জমে
নিমেশেই শেষ হয়ে যায় সব যাত্রা-কেবল অন্তিম যাত্রা
                 চলে শ্বাশত-চিরন্জীব আরশে
.................................................................