'আমার শেকড়'
..........................................................
শেকড়ের টানে শেকড়ে এই আমার কুঁড়ে ঘর
এই আমার পৈতৃক ভিটা বাড়ি নাম- বংশ-জাত হীন
এই আমার স্বর্গ গ্রাম আমার জন্ম স্থান
নগরের দালানের সরু গলিতে নিজেকে
খুঁজে না পাওয়া এই আমি পল্লী কলমিফুল
কচুরি-ধূতরা- ঝিঙে ফুল- অস্তিত্ব প্রাণের জগত
দূর গাছের মাথা আকাশ শামিয়ানা ঢ়েউ খেলে
সবুজ শ্যামল এই আমি মেঠো পথ
আসল জীবন এখানেই সুখসমস্থ সমাধি
মাঠির গন্ধে মায়ের অনুভব মমতা গাছের ছায়া
এই ভিটায় পৃথিবী দেখা দেখা মায়ের মুখ
প্রাসাদ জীর্ণ শীর্ণ ধূসর পৈতৃক অধিক শ্রেয়
পরম তৃপ্তি ঘুমের রাজ্য বিছানা অপেক্ষা
আদৌপান্ত উদ্ধকন্ঠার দাপন হয় অবলীলায়
হারানোর কিছু নেই এই স্বাদের অভিজাত
নির্মল বাতাস ঝলমল উষ্ণ আর্দ্র সূর্য আলো
এই আমার পৈতৃক ভিটা কুঁড়ে ঘর
জন্মদাত্রীর সোনার ঘর পিতৃহস্ত বানানো ঘর
এই আমার আসল ঘর আসল জীবন
ভাই বোন মিলেমিশে এখানেই জীবন পায়া
বেড়ে উঠা খুনসুটি মিছে ঝগড়া মারামারি
আমার শৈশব আমার শিশু বেলা কৈশোর
এই স্বর্গ আমার রেখে যেতে হয় বড় বেদনাময়।