'আমার অধিকার চাই'

আমি এই দেশি নাগরিক আমার জন্মভূমি এই মাটি
আমি আমার অধিকার চাই আমার ন্যায় প্রাপ্য চাই
আমি কোন ধর্মের এই পরিচয় না হোক আমার
আমি আমার অধিকার চাই বেঁচে থাকবার অধিকার
আমি আমার স্বাধীনতার অধিকার চাই-দিতে হবে
আমি আমার কথা বলবার অধিকার চাইই চাই
আমি আমার রাস্তায় চলবার অধিকার চাই
আমি আমার অধিকার চাই পোশাক পরিধানে
আমি দাড়ি রাখা বা না রাখার অধিকার চাই
আমি আমার অধিকার চাই মন্দির মসজিদের
আমি অধিকার চাই-পড়বো কোথায়-স্কুল না মাদ্রসা
অধিকার চাই-রব-কে আমার-ঈশ্বর-ভগবান-আল্লাহ
আমি অধিকার চাই আমার ঘরে নিরাপদে থাকবার
আমি অধিকার চাই আমার জমিতে ফসল ফলাবার
আমি অধিকার চাই কি বিক্রি করবো-টুপি-সিঁদুর-ধুতী
আমি আমার অধিকার চাই কাকে ভোট দেবো
আমি আমার অধিকার চাই কার দলে যাবো
আমি আমার ন্যায় চাই এই মাঠির এই জন্মভূমির
আমি আমার অধিকার চাই সাঁকা-চুঁরি পড়া, না পড়ার
অধিকার চাই-কার ঘরে খাবো, কে খাবে আমার ঘরে
অধিকার চাই খাবারের-মাংসাশী না নিরামিষভোজী
আমি অধিকার চাই নাগরিকত্বের সংবিধান আমার জন্য যা রেখেছে তা আমি শুধু চাই-এই যেন পাই
আমি অধিকার চাই পুজার ডাক বা আজান দেবার
আমি কেবল সংবিধানিক অধিকার চাই আমার