আলাদা

তোমার আমার পথ আলাদা,সম্পূর্ণ আলাদা,
জন্ম থেকে, জন্মের প্রয়জনেই আলাদা।
তোমার আমার গোত্র আলাদা,
শরীরের রং-গন্ধ,মাথার চুল-অঙ্গ -কাঠামো,
পোশাক, হাতের আঙুল, সবইতো আলাদা।

ঘরে ফেরবার-বেরয়বার পথখানীও আলাদা
যুগ ফেরিয়ে, ঢের আগে, আরো কত কি  আলাদা,
আলাদা আমার স্বপ্ন, আলাদা তোমারও,
আমার কান্না আলাদা, তোমার হাসিও আলাদা
আমার বাঁচবার স্বাদ আলাদা, তোমারও তাই।

তোমার যন্ত্রণাকাতর আলাদা,চোখের জলের রঙ,
ভোরের আলো আলাদা,রাতের চাদঁ, আকাশ,
কথা বলার ধরন, এযেনো সবই আলাদা।
তোমার চেতনা বৈষম্য আমার থেকে আলাদা
আমার বোধ অনুভব ক্রোধ তোমার থেকে আলাদা।

সবই যখন আলাদা, তাহলে ক্রোধ-ঈর্ষা,
এই বাকযুদ্ধ,কোন লাভ ক্ষতি নেই কারো
কারন দুজনার পথ সম্পূর্ণ আলাদা,
তোমার দয়া করুনা আকাশ দেখা আলাদা
আমার অন্ধকার ঘোর কুয়াশা দেখা আলাদা।

তোমার গলার স্বর, ঠোট,কপল,চোখের ভ্র,আলাদা,
তোমার রক্তচক্ষু-মেজাজ-আমার থেকে আলাদা
জন্মের প্রয়োজনেই আলাদা।
তোমার হৃদয় চোখ আমার থেকে আলাদা
আমার প্রকৃতি দেখা পাখির গান শ্রবণ করা
তোমার থেকে আলাদা।

এসো একেবারেই আরো আলাদা হয়ে যাই
যেমন আলাদা হয়ে গেছে - নক্ষত্র-ছায়াপথ-
নীহারিকা-গ্যালাক্সি।