৩৬ জুলাই
আজ আকাশে মেলেছে ডানা কোটি বিহঙ্গ, মুক্ত বাতাসে
শুভ্র কাশফুল-তুলো, আজ আমি একটু হাসবো বেশি করে,
গল্প বলবো জীবনের,খাঁচা থেকে ছাড়া পাওয়া পাখির সাথে।
অনেকদিন সত্য বলা হয়নি তা বলবো,
আজ ফুটবে গোলাপ আকাশে,সব কাজ পেলে দিয়ে রাজপথে
শহীদদের পবিত্র রক্তের ঘ্রাণ নেবো।
পোড়া গন্ধে মাতাল হয়ে আজ সিগারেট গরম করবো।
চল বন্ধু, আজ সমতার গান করবো শাহবাগে
আজ দোয়েল চত্বর ঘুরবো, গিটারের তারে
বিসর্জন দেবো অসৃক।
না লেখা কথা আজ পত্রিকায় পাঠাবো।
আজ মন খারাপ করবোনা দেউলিয়া কোম্পানী।
পায়ের তলায় মাঠি নেই তা আর বলবোনা কাউকে,
জীবনের হারিয়ে যাওয়া,কোন বেদনার কথা বলবোনা,
আজ ৩৬ জুলাই আজ শুনবো আতশবাজি,
দেখবো ফানুশের জলন্ত-ফুটন্ত আকাশ,
ছেলেদের উল্লাস দেখে বুকে খুশি লাগাবো।
জেলে জাবার কোন স্মৃতি কারো সাথে ভাগ করবোনা।
আজ কথা বলবার দিন এসেছে কথা বলবো,
যেমন ইচ্ছে বলবো,কিছু লেখবার কথা আছে,
যেমন খুশি লেখবে।
আজ বলবোনা শতকোটি টাকার শিল্প গ্রুপ তলিয়ে গেছে।
বলবোনা হাতে কড়া পড়ে আদালত পাড়ায় ঘুরেছি।
আজ চল যাই, শাপলা চত্বর, রক্তকে সালাম করবো,
আজ চল যাই পিলখানায় দরবাল হল দেখবো,
আজ শহীদদের আত্মা আসবে খুব নিবরে থাকবো
অন্ধকার জাতীয় উদ্যানে।
বলবো না আজ পুলিশের গুলিতে আমার সন্তান মরেছে।
আজ বলবো বাংলা মুক্ত হয়েছে, আজ বাংলা হাসছে।
আজ বলবোনা, পুলিশ কল করে পোস্ট সরানোর
কথা বলেছিলো কেনো।
আজ বলবো না, সম্পাদক লেখা ছাপাতে চায়নি কেন!
আজ দিন এসেছে সবে-
ঘুরবার, দেখবার, চলো বন্ধু,- একটু এ্যালকোহল হয়ে যাক,
আজ রাতে বাসায় না হয় না ফেরবো,
সব স্বপ্নের কবর হয়েছিলো তা আজ আর বলবোনা,
নতুন করে আবার বাঁচবো।