সব কিছু হারাবার বেলায়
বাকি ছিল আরো কিছু পাওয়া
অবুঝ মনের খেয়ালে অজস্র আবেগি অসুখ;
বহু আগে একদিন, জনাকীর্ণ ফানুসের উৎসবে
উড়িয়ে দিয়েছিল কে-বা নিয়তির ঘুড়ি,
সেদিনই মনের খেয়ালে হারিয়েছে আমার শেকড়ের মাটি
হারিয়েছে খুব বেশি আপন
ভূমিকাহীন প্রিয়তমা সন্ধ্যাবেলা।
সেই থেকে আঁধারের ঘুটঘুটে অন্ধকার গলিপথে
খুঁজে ফিরি চেনা আঙিনার ঘ্রাণ
কোটি শতাব্দী ধরে অচেনা মানুষের কক্ষপথে করি আমি শেকড়ের সন্ধান।
অমসৃণ জীবনের ভুলে ভরা পান্ডুলিপি আঁকড়ে ধরে
বেঁচে আছে যাযাবর স্মৃতির জাদুঘর__