তুলা নয়, লোহা হয়ে ভেসে আছি জলে
ভেসে আছি ঠিকানাহীন বাস্তুচ্যুত শ্যাওলার মতন,
সাগরের লোনা জলে ভেসে থাকা
গলিত লাশের মতন।
সুনামির ধ্বংসলীলা স্বচক্ষে দেখা অক্ষম নাবিক আমি
তিলে তিলে মৃত্যুকে আলিঙ্গন করা অসমর্থ কোনো দাস,
বালুময় তীর ঘেঁষে পড়ে থাকা লবণাক্ত বুদবুদের মতো
জন্ম থেকেই বিস্ময়কর মৃত্যুর চোরাবালিতে কাটছি সাঁতার;
সমুদ্র অতলের স্পর্শ না পাওয়া বেওয়ারিশ জলজ এক উদ্ভিদ আমি
সহস্র বছর লৌহ শিকলের বেড়ি পায়ে
বয়ে নিয়ে বেড়াচ্ছি এ তুচ্ছ জীবন।