তুমি হীনা এই অশ্রুসিক্ত দু’চোখ
সারাক্ষণ কেঁদে হয়েছে ভীষণ পাথর,
পুষে রাখি আমি সযতনে সেই ব্যথা
ফ্যাকাসে সকাল বিরহে ঘুমায় কাতর।

তুমি হীনা এই দুপুরের রোদ মিছে
ক্লান্ত অসাড় পড়ে থাকে এই দেহ,
দুঃখের নদীরা বুকের দেয়াল ঘেঁষে
হৃদয়ের ব্যথা জানে না আর কেহ।

তুমি হীনা এই অবসন্ন গোধূলি বিকেল
বিষাদের আবহে ডুবে যায় পশ্চিমে,
পেয়ে হারাবার নিষ্পাপ আকুতি আমার
হবে না কখনো শেষ হলেও অন্তিমে।

তুমি হীনা রাত বিরহের কাফনে মোড়া
হাতড়ে খোঁজে অতীতের সুখ স্মৃতি,
আমি তো ছিলাম তোমার তুমি'তে মিশে
তুমি ছাড়া আজ মূল্যহীন নিরাকৃতি।