দু-চোখের পাপড়িতে লেপ্টে আছো তাই
যেদিকে তাকাই তোমাকেই দেখি,
আমার অন্ত জুড়ে শুধু তোমারই উপস্থিতি।
দূর আকাশে ইতস্ততঃ ভাসা মেঘগুলো ঘন হয়ে
মুহূর্তে তোমার প্রতিবিম্ব আঁকে,
মধ্য রাতের নীহারিকারা নদী জলে ভেসে
গড়ে তোলে তোমার আদল;
মুগ্ধ নয়নে আমি তা দেখি
আর পরমানন্দের উঞ্চতায় ভাসি।
যদিও_'ভালোবাসি' কোনোদিন বলতে না পারা আমি এক পাগল মানুষ
তাচ্ছিল্যের দীর্ঘশ্বাস হৃদয়ে ছুটে চলা আমি এক নির্জিত প্রেমিক,
তবুও আমার চেতনায় অপার্থিব সুশ্রী তুমি
আমার অপ্রাপ্তির উঠানে তুমি যেন
কোটি শতাব্দীর লালিত রতন।