ভূতটা এসে উড়ে দাঁড়ালো খানিক দূরে
এক পা ছিল তেঁতুল তলায়
আরেক পা দীঘির পাড়ে
হাতটি ধরে জোরে বললো আমায় "তোরে-
নিয়ে যাবো ভূতের দেশে
আজ রাত্রির ভোরে"
"ভূতের দেশের খানা নেই খেতে তোর মানা
আয়ু যাবে শ'গুণ বেড়ে
তোর আছে কী জানা?"
বেজায় খুশি মনে আয়ু বাড়বে অনেক গুণে
ভূতের কাঁধে চেপে বসে
উড়ে যাচ্ছি ভন...ভনে...
মেঘ আসলো হঠাৎ দমকা ছুটলো অকস্মাৎ
ঝড়ের তোড়ে গেলাম পড়ে
হলাম চিৎপটাৎ
দেখি,
খাটের তলায় পড়ে আছি ভেঙেছে আমার ঠ্যাং
সবাই এখন জিজ্ঞেস করে
"কে মেরেছে ল্যাং?"
এখন কিচ্ছু ভাল্লাগেনা চোখে ভাসে ভূতের খানা
মানব জাতির খাবার বুঝি
সব-ই কচুরিপানা!