নিখুঁত বলতে কিছু নেই আমার, নিখুঁত বলতে
কিছু হয় না পৃথিবীতে; তবুও সারাটা জীবন অচেনা
তাহারই করে গেছি পূজা!
তপসী চেতনায় সত্য রশ্মির সমুখে দাঁড়িয়ে বারবার
মুছতে চেয়েছি মহাশূন্যের জন্মদাগ!
ছি_!

এই-যে কণ্ঠহারে ছখানি তিলক, কপালের বামপাশের মাতৃসনদ
        মুছে ফেলতে চেয়েছি মিথ্যা এই আমি!

বিব্রত আমি প্রতিবিম্বের সমুখে দাঁড়াইনি বহুকাল
অকৃতজ্ঞ অন্তর্দৃষ্টি চিরসত্য আয়নার সমুখে দাঁড়াতে পারে না আর,
ভীষণ লজ্জা লাগে
ভীষণ_