একদিন তোমাকে ভালোবেসে হয়েছি পাগল
একদিন তোমাকে ভালোবেসে
   পাথরে লিখেছি নাম আঙুলের রক্ত দিয়ে,
একদিন তোমাকে ভালোবেসে
   নির্ঘুম রাত কেটেছে কল্পনাতে
কেটেছে স্বপ্নে বিভোর সারারাত
   দীর্ঘশ্বাসে।
একদিন তোমাকে ভালোবেসে আপন করে চেয়েছি শুধু
সাত সমুদ্রের ওপাড়ের নির্জন দ্বীপে গড়েছি বসতি;
একদিন তোমাকে ভালোবেসে অমরত্ব চেয়েছি আমি
তোমার চোখে চোখ রেখে হয়েছি দিওয়ানা
                                   কবিতা লিখেছি প্রথম!

রঙিন চশমার ফ্রেমে দেখা সেদিনের সব ছিল কল্পনা
                     সব ছিলো ভুল
বুঝেছি তা এতদিন পর।
তুমি নও ড্রয়িং রুমের সাজানো দোলনচাঁপা
নও তুমি কাঁটাহীন শুভ্র বকুল,
তুমি যেন দূর পরবাসী, অন্য কোনো গ্রহ
গভীর অরণ্যে ফোটা ক্ষণিকের ফুল
বুঝেছি তা এতদিন পর।

তবুও, সেদিনের মতো আজও কবিতা লিখি
                                        তোমার বিরহে।