তুমি নেই বলে আকাশটা আজ
ছেঁয়ে গেছে কালো মেঘে
তুমি নেই বলে স্নিগ্ধ বাতাস
বইছে ঝড়ো বেগে,
তুমি নেই বলে নদীর বুকেতে
জেগেছে রুক্ষ চর
তুমি নেই বলে চেনা শহরটাকে
লাগে যে ভীষণ পর,
তুমি নেই বলে রাত জেগে আর
থাকে না চাঁদের বুড়ি
তুমি নেই বলে কাঁদছে আকাশ
বৃষ্টি গুড়ি গুড়ি,
তুমি নেই বলে পাখিরা আর
গায়না সুরেলা গান
তুমি নেই বলে ব্যথার শ্মশানে
দেহ পোড়ে নিস্প্রাণ,
তুমি নেই বলে মৌমাছি আর
ঘোরে না ফুলে ফুলে
তুমি নেই বলে কিছু নেই আর
থাকি যে নেশায় ভুলে।
২৩/৭/২০১৬