বহুদিন তোমাকে দেখি না প্রিয়, বহুদিন ছোঁওয়া হয় না তোমার চিবুক;
তবু ফেলে আসা সেইসব স্মৃতিরা হৃদয় আকাশে সারারাত জেগে থাকে চাঁদের মতোন।
সাগরের মোহনায় যেমন ছুটে যায় নদী সীমাহীন অনুরাগে
তার চেয়েও অজস্র ভালোবাসা নিয়ে এই মন উড়ে যায় তোমার স্পর্শ পেতে!
তুমি কী তা অনুভব করতে পারো? তুমি কী আমার স্পর্শ পাও?