তুমি চলে যাবার পর এখনো সূর্য ওঠেনি পৃথিবীতে
শুভ্র সজীব হাওয়ায় ভেসে ভেসে রুক্ষতাকে জয় করতে আসেনি
ভালবেসে ঋতুরাজ
পৃথিবীর সব পাখি হয়ে গেছে স্বার্থপর নিশাচরের মতো_
তুমি চলে যাবার পর দীর্ঘ অমানিশা রাতের শুরু
অন্ধকারের ভিতরে অজস্র অন্ধকারের ছায়া
নির্মল স্বপ্নগুলো ভ্রান্ত পথে হারিয়েছে পথ।
তুমি চলে যাবার পর সেই যে তুষার বৃষ্টি!
নগরে নগরে সান্ধ্য আইন জারি, ভয়ার্ত আঁধারের তির্যকভাষ্য বিদ্রূপে তটস্থ মুয়াজ্জীন;
তুমি চলে যাবার পর মৃত্যুকূপের ঘুমে আচ্ছন্ন জনপদের সব কবি
আর কোনোদিন প্রেমের পদ্য লিখবে না তারা
শুকিয়ে যাওয়া কলমের শিসে উপহাস করে
এক ঝাঁক ধোঁয়াশার অর্থহীন গদ্য।