তুমি আমার চোখের মণি
আঁধার রাতের আলো
নিজের চেয়েও তোমায় আমি
বাসি অনেক ভালো।

তুমি আমার দিনরাত্রি
নিশুতি রাতের গান
তুমি আমার সন্ধ্যাতারা
তুমিই আমার প্রাণ।

তুমি আমার রক্তশিরা
মিষ্টি ফাগুন হাওয়া
তুমি আমার একটু চাওয়ার
অনেক বেশি পাওয়া।

তুমি আমার সূর্য কিরণ
ভাঙা ঘরের শোভা
গভীর রাতে চাঁদের হাসি
এক টুকরো আভা ।

তুমি আমার শক্তি সাহস
দুখের দিনের সুখ
জীবন দিয়েও চাইবো আমি
তোমার হাসি মুখ ।