একবার বলেছি তোমাকে ভালবাসি
আর কোনদিন কাউকে বলব না তা
একবার চেয়েছি তোমাতে আমি কিছু
কোনদিন কারো কাছে চাইবো না তা।
একবার দিয়েছো আমায় স্বর্গীয় সুখ
তাই অতৃপ্তি বলে কিছু নেই মনে
একবার পেয়েছি অমৃত সে সুধা
হৃদয়ে বাজে তাই প্রতি ক্ষণে।
০৯/৮/২০১৬