ভালোবাসি তোমায় সখী হয়নি আজো বলা
বলতে গেলেই বুকটা কাঁপে শুকিয়ে যায় যে গলা,
শুনে যদি মুখ ফিরে নাও না যদি কও কথা
সইতে আমি পারবো নাগো তোমার দেয়া ব্যথা,
কল্পনাতে তোমায় নিয়ে গহীন বনের মাঝে
সুখের বাসর সাজাই আমি প্রতি সন্ধ্যা সাঁঝে,
তোমার জন্যে গাঁথি আমি বকুল ফুলের মালা
গাঁথা মালা শুকিয়ে যায় বারে বুকের জ্বালা,
মনের কথা মনেই থাকে হয়না কভু বলা
হাতটি ধরে হয়না আমার তোমার সাথে চলা,
গভীর রাতে মনের কোনে আঁকি তোমার ছবি
ভালবাসি তোমায় সখী বড্ড বেহিসাবি।
০২/৫/২০১৭