তুমি কী কবিতার খাতা
লিখতে বসলেই সব এলোমেলো
ছিড়ে ফেলি পাতা

নাকি তুমি টুকরো প্রেমের পদ্য
শব্দের মিলে শব্দ সাজায়
তবু হয়ে যায় গদ্য

তুমি কী আমার অগোছালো চুল
আনমনা বাউলমন
ইদানীং সব কাজে হয়ে যাচ্ছে ভুল

তুমি কী গভীর রাতের স্বপন
ঘুম ভেঙে দেখি মিথ্যা সবই
যা করেছি বপন

নাকি তুমি অধরা ছন্দের দোলা
একলা কাটে বিষণ্ণ রাত
বাতায়ন পাশে খোলা।